কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী



নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভ্যাকসিন গ্রহণ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা বললেন, জয় বাংলা।

বুধবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কুর্মিটোলা হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবার আগে ভ্যাকসিন নিতে আসা নার্স রুনুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "তোমার ভয় লাগছে না তো?' জবাবে রুনু বলেন, 'না মাননীয় প্রধানমন্ত্রী'। এরপর প্রধানমন্ত্রী বলেন, 'খুব সাহসী তুমি।'

নার্স রুনুর পর ভ্যাকসিন নিতে আসেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ লুৎফুল মোবিন। ভ্যাকসিন গ্রহণ শেষে তিনিও জয় বাংলা স্লোগান দেন।

এরপর ভ্যাকসিন নিতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

প্রধানমন্ত্রী তাকে বলেন, "নার্ভাস লাগছে না তো নাসিমা?" জবাবে সরকারের এই কর্মকর্তা বলেন, "না মাননীয় প্রধানমন্ত্রী।"

নাসিমা সুলতানাকে ভ্যাকসিন পুশ করার সময় প্রধামন্ত্রীকে মাইক্রোফোনে বলতে শোনা যায়, "মাসল রিল্যাক্স করতে হবে।"

ভ্যাকসিন গ্রহণ শেষে ডা. নাসিমা সুলতানা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জয়বাংলা স্লোগান দেন।

এরপর ভ্যাকসিন নিতে আসেন দিদারুল ইসলাম নামে মতিঝিল ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা। প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন, "পুলিশ অনেক কাজ করেছে। বলার মতো না। অনেক সার্ভিস দিয়েছে।"

দিদারুলের পর ভ্যাকসিন নিতে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তিনিও ভ্যাকসিন গ্রহণ শেষ অন্য সবার মতো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জয় বাংলা স্লোগান দেন।

Post a Comment

Previous Post Next Post