মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শহরে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ সিএনজি চালিত টমটম, বেপরোয়া চালক ও বেআইনী সাইরেন বাজিয়ে শব্দদুষনকারীদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নিতে যাচ্ছন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ জাকারিয়া।

মঙ্গলবার ১৯ জানুয়ারি দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের ইলেক্ট্রনিক্স ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের এমন আশ্বাস দেন পুলিশ সুপার মোঃ জাকারিয়া।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি স্পটে ফুটপাত দখল, জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন, মোহাজিরাবাদ এলাকায় ভুমি জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, মনু ও ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, অবৈধ টমটম ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং, হাওরে পাখি শিকার বন্ধ, শব্দদুষণসহ নানা বিষয়ে প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন। এবিষয়ে পুলিশ সুপার এক সাপ্তাহের মধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধবতন পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান জিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মুজাদিুল ইসলাম ও ডিআইও (১) মোঃ আবু তাহের।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমেদ, সাংবাদিক সওয়োর আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইমজার সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ দুলাল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টর মু.ইমাদ উদ-দীন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল অদুদ আহমদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দৈনিক বাংলা৭১ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক যুগান্তর প্রতিনিধি হুসাইন আহমদ, সাংবাদিক রিপন দে প্রমুখ।

একই সময়ে আরেকটি সভা থাকায় মতবিনিময় সভার কিছু আগে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ছাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী।

Post a Comment

Previous Post Next Post