৩১ বারই করোনা রিপোর্ট পজিটিভ!



আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ মাস আগে প্রথমবার করোনা টেস্টে পজিটিভ আসে সারদা নামে এক নারীর। এর পর অন্তত ৩১ বার করোনা পরীক্ষা করেছেন। প্রতিবারই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ভারতের রাজস্থানে এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, কয়েক বছর আগে রাজস্থানের প্রত্যন্ত বাহজেরা গ্রাম থেকে সারদা নামের এই নারীর ঠাঁই হয়েছিল আপনা ঘর নামক একটি আশ্রমে। তারাই ওই নারীর দেখাশোনা করেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর ওই নারীকে আশ্রমের লোকজন নিয়ে এসেছিল এই আরবিএম-হাসপাতালে। পরে তাকে জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে, গত বছরের ২৮ আগস্ট প্রথম করোনা ধরা পড়ে সারদার। বেশ কয়েকদিন হাসপাতালে রাখা হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনা করে পরে আশ্রমেই আইসোলেশানে রাখা হয় তাকে। কিন্তু পরে যতবারই করোনা পরীক্ষা হয়েছে ততবারই করোনা পজিটিভ এসেছে তার।

আপনা ঘর আশ্রম’র প্রতিষ্ঠাতা ডা বি এম ভরদ্বাজ জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার করোনা পরীক্ষা হয়েছে সারদার। প্রতিটি টেস্টেই করোনা পজিটিভ এসেছে। তারপরও দেখা যাচ্ছে বেশ ভালোই রয়েছেন সারদা। বর্তমানে ওই নারীর কোনো গুরুতর সমস্যা নেই।

Post a Comment

Previous Post Next Post