কুলাউড়া পৌরনির্বাচনে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বিজয়ী


নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনে ১৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখালেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তাঁর প্রাপ্ত ভোট হল ৪ হাজার ৮৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ শফি আলম ইউনুছ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৭৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। 

শনিবার রাত ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনী কন্ট্রোলরুমে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন কুলাউড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নি অফিসার ও সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৮১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে বাতিল ভোট ৫১৭ এবং বৈধ ভোটের সংখ্যা ১৪ হাজার ২৯৩ ভোট। মোট ভোটের প্রদত্ত হার ৭১.৩৪ শতাংশ।

এছাড়া কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লোকমান আলী, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ কায়ছার আরিফ, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তানভীর আহমদ শাওন, ৫নং ওয়ার্ডে সাইফুর রশীদ সুমন, ৬নং ওয়ার্ডে মোঃ জহিরুল ইসলাম খান, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হারুনুর রশীদ, ৮নং ওয়ার্ডে আতাউর রহমান চৌধুরী সোহেল, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সুফিয়া বেগম চৌধুরী, ২নং ওয়ার্ডে তাসলিমা সুলতানা মনি ও ৩নং ওয়ার্ডে মোছাৎ সুলতানা বেগম বিজয়ী হন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল।

নির্বাচনে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় সমগ্র কুলাউড়া পৌরবাসীর। জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয়ে কুলাউড়া পৌরসভার সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী, প্রশাসন ও শোভাকাঙ্খীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র, ৩৩ জন কাউন্সিলর ও ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করেন। ৯টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

Post a Comment

Previous Post Next Post