গ্রিন ও ক্লিন জুড়ী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে ‘গ্রিন জুড়ী, ক্লিন জুড়ী’ ঘোষণার আওতায় এনে কামিনীগন্জবাজার এলাকায় মডেল ক্লিন টাউন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান আলী, হাঁওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আম্বিয়া, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা ট্রাক ও ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বিজিবি ক্যাম্প চত্বর শাখার সভাপতি মো. নানু মিয়া, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ময়না মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে জুড়ীকে সুন্দর করে তুলতে আমরা বিজিবি ক্যাম্প চত্বর হতে কামিনীগন্জ বাজার ব্রীজ পর্যন্ত (জুড়ী-ফুলতলা সড়ক) ‘Model Clean Town’ হিসেবে ঘোষণা করা হবে। এতে সর্বস্তরের জনগণকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। সবাই মিলে এ এলাকাকে আমরা বিদ্যুতায়িত করে বিভিন্ন জাতের ফুল গাছ, বিভিন্ন প্রজাতির চারারোপনসহ পরিস্কার-পরিচ্ছন্ন করে আলোকিত শহর করে তুলতে চাই। ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতায় জুড়ী উপজেলা কে ‘গ্রিন জুড়ী, ক্লিন জুড়ী’ হিসেবে বাস্তবায়ন করা হবে।’

Post a Comment

Previous Post Next Post