একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ



নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্যদিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবং ৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রী সভা গঠন করেন।

ওই নির্বাচনে বাংলাদেশের বড় দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করেছিল। এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

নির্বাচনের দেশে প্রথমবারের মতো ৬টি আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়। ইভিএম ব্যবহার করা আসনগুলো ছিল, ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।

এদিকে, দিনটি উপলক্ষে সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল। অপরদিকে, বিরোধী বিএনপিসহ বামজোট বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।  


Post a Comment

Previous Post Next Post