লাশবাহী পাকিস্তানি কপ্টার বিধ্বস্ত, নিহত ৪



অনলাইন ডেস্কঃ পাকিস্তানে লাশবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ সামরিক বাহিনীর অন্তত ৪ সেনা নিহত হয়েছেন।  

স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দেশটির উত্তরাঞ্চলের গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডন’র। 

নিহতরা হলেন- পাইলট মেজর এম হুসেন, কো পাইলট মেজর আয়াজ হুসেন, নায়েক ইনজিমাম আলম ও সিপাহী মুহাম্মদ ফারুক।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ-আইএসপিআর’র বরাত দিয়ে দ্য ডন’র প্রতিবেদনে বলা হয়- সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে আবদুল কাদের নামে এক সিপাহীর লাশ আনা হচ্ছিল। হেলিকপ্টারটি গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


Post a Comment

Previous Post Next Post