মৌলভীবাজার সদর উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলা প্রায় ৬ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ২৪ নভেম্বর সদর উপজেলা প্রাঙ্গণে এলজিইডি বাস্তবায়নে এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা ইউএনও মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, সদর উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী প্রমুখ।

এসময় সদর উপজেলার কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post