কমলগঞ্জে গ্রামবাসী উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

 

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামবাসীর নিজ উদ্যোগে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন শুকুর উল্লাগাঁও গ্রামের বাসিন্দারা। এ উদ্যাগে প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের সংযোগ রক্ষাকারী জনগুরুত্বপূর্ন সড়ক হচ্ছে ঘোড়ামারা-শুকুর উল্লাহগাঁও সড়ক। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন প্রতিদিন। সড়কে ধলাই নদীর উপর বিদ্যমান ব্রীজটির নির্মান কাজ সমাপ্ত হওয়ার ৪ বছর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৯৬ মিটার আরসিসি পিএসসি গার্ডার ব্রীজটি।

প্রায় ৪ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি প্রতিশ্রুতিটি আলোর মুখ দেখেনি গ্রামীণ কাঁচা সড়কটিতে উন্নয়নমূলক কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারী ২ ইউনিয়নে বসবাসকারী লোকজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

স্থানীয় এলাকাবাসী জানান, এ রাস্তাটির জন্য এলাকার লক্ষাধিক কৃষক তাদের কৃষিপণ্য নিয়ে পড়েন চরম বিপাকে। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও দুর্ভোগ নিয়ে যাতায়াত করেছেন।

তারা আরও বলেন, ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে সরকারিভাবে রাস্তাটির কোন উন্নয়ন কাজ হয়নি। তাই রাস্তাটিতে স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে মেরামতের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার সিংহ জানান, মৌলভীবাজার এলজিইডিকে বিষয়টি জানানো হয়েছে। এলজিইডি অফিসের লোকজন রাস্তাটি ৩ বার মেপে নিয়েছে কিন্তু গত ৪ বছরেও কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না এ রাস্তায়।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা ও শুকুর উল্লাগাঁও গ্রামের রাস্তা পাকাকরণের জন্য আবেদন করা হয়েছে। এ রাস্তাটি পাকাকরণ ও সংস্কারে বরাদ্দ না থাকায় সরকারিভাবে সংস্কার করা সম্ভব হচ্ছে না।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মামুন ভূইয়া বলেন, এ রাস্তাসহ উপজেলার অন্যান্য রাস্তাগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনও পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি।


Post a Comment

Previous Post Next Post