আইসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে সিলেটের ছবি


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে সিলেট থেকে তোলা ক্রিকেট খেলার একটি ছবি। ছবিটি ৬০ হাজারেরও বেশি মানুষ ‘লাইক’ করেছেন।

ছবিটি তুলেছেন সজল সরকার নামের এক ব্যক্তি। তবে সিলেটের ঠিক কোন স্থান থেকে ছবিটি তোলা হয়েছে, তা উল্লেখ করেনি আইসিসি।

ছবিতে দেখা গেছে, পাশাপাশি দুটি টিনশেডের ঘরের ঠিক মধ্যবর্তী সামান্য ফাঁকা স্থানে তিনজন মিলে ক্রিকেট খেলছেন। বল থাকলেও ব্যাট ও স্টাম্প ছিল না। ব্যাট হিসেবে কাঠের একটি টুকরো এবং স্টাম্প হিসেবে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করতে দেখা গেছে।

ছবিটির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘শর্ট লেগের জন্য কোনো জায়গা নেই।’

একইসাথে ফেসবুকে অনুসরণকারীদের কাছে আইসিসি জানতে চেয়েছে ‘কতোটুকু স্বল্প জায়গায় আপনি ক্রিকেট খেলেছেন? খেলার নিয়ম কী ছিল?’

ফেসবুকে প্রকাশিত ছবিটি প্রায় ৪শ’ বার শেয়ার হয়েছে। কমেন্ট করেছেন প্রায় ২ হাজার মানুষ।
 

Post a Comment

Previous Post Next Post