জুড়ীতে ১৫০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে ১ হাজার ৫০৩ পিস ইয়াবা বড়িসহ মোখলেছ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত মোখলেছ কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের ছমদ মিয়ার ছেলে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিসমিল্লাহ গবাদী পশু খাদ্য বিতান এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব- ৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জুড়ী উপজেলা এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) সদস্যরা। অভিযানকালে মোখলেছ মিয়াকে ১ হাজার ৫০৩ পিস ইয়াবা বড়িসহ হাতেনাতে আটক করা হয়। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। মামলার পর উদ্ধার করা ইয়াবাসহ মোখলেছ মিয়াকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম। 

Post a Comment

Previous Post Next Post