মৌলভীবাজার জেলা পুলিশের মুঠোফোন নাম্বার পরিবর্তন

 


 

স্টাফ রিপোর্টার: সাড়া দেশেরে ন্যায় মৌলভীবাজার জেলা পুলিশের প্রয়োজনীয় মুঠোফোন নাম্বার পরিবর্তন হয়েছে। মোট ১’শ টি নতুন নাম্বার দেয়া হয়েছে। পরিবর্তনকৃত মুঠোফোন নম্বর গত ১লা অক্টোবর ২০২০ তারিখ থেকে কার্যকর হয়েছে। নিম্নে জেলা পুলিশের প্রয়োজনীয় নতুন মুঠোফোন নাম্বার দেয়া হল।

পুলিশ সুপার (মৌলভীবাজার) বর্তমান নাম্বার : ০১৩২০-১১৯৭০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ০১৩২০-১১৯৭০২, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ০১৩২০-১১৯৭০৩, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ০১৩২০১১৯৭০৪, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (সদর ও রাজনগর থানা) ০১৩২০-১১৯৭৪৫, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল (কুলাউড়া, বড়লেখা ও জুড়ী থানা) ০১৩২০-১১৯৭৫০, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা) ০১৩২০১১৯৭৫৫, ডিআইও-১ ডিএসবি ০১৩২০-১১৯৭৬০, ডিআইও-২ ডিএসবি ০১৩২০-১১৯৭৬১।


  • মৌলভীবাজার সদর : অফিসার ইনচার্জ সদর মডেল থানা- ০১৩২০-১১৯৭৭৫, পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানা ০১৩২০-১১৯৭৭৬, পুলিশ পরিদর্শক (অপারেশন) সদর থানা ০১৩২০-১১৯৭৭৭, ডিউটি অফিসার সদর থানা ০১৩২০-১১৯৭৮০।
  • শ্রীমঙ্গল : অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা ০১৩২০-১১৯৮০১, পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানা ০১৩২০-১১৯৮০২, ডিউটি অফিসার শ্রীমঙ্গল থানা ০১৩২০-১১৯৮০৬।
  • কমলগঞ্জ : অফিসার ইনচার্জ কমলগঞ্জ থানা ০১৩২০-১১৯৮২৭, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমলগঞ্জ থানা ০১৩২০-১১৯৮২৮, ডিউটি অফিসার কমলগঞ্জ থানা ০১৩২০-১১৯৮৩২।
  • রাজনগর : অফিসার ইনচার্জ রাজনগর থানা ০১৩২০-১১৯৮৫৩, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজনগর থানা ০১৩২০-১১৯৮৫৪, ডিউটি অফিসার রাজনগর থানা ০১৩২০১১৯৮৫৮।
  • কুলাউড়া : অফিসার ইনচার্জ কুলাউড়া থানা ০১৩২০-১১৯৮৭৯, পুলিশ পরিদর্শক (তদন্ত) কুলাউড়া থানা ০১৩২০-১১৯৮৮০, ডিউটি অফিসার কুলাউড়া থানা ০১৩২০১১৯৮৮৪।
  • বড়লেখা : অফিসার ইনচার্জ বড়লেখা থানা ০১৩২০-১১৯৯০৫, পুলিশ পরিদর্শক (তদন্ত) বড়লেখা থানা ০১৩২০-১১৯৯০৬, ডিউটি অফিসার বড়লেখা থানা ০১৩২০-১১৯৯১০।
  • জুড়ী : অফিসার ইনচার্জ জুড়ী থানা ০১৩২০-১১৯৯৩১, পুলিশ পরিদর্শক (তদন্ত) জুড়ী থানা ০১৩২০-১১৯৯৩২, ডিউটি অফিসার জুড়ী থানা ০১৩২০-১১৯৯৩৬।

জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) : ডিবি অফিসার ইনচার্জ ০১৩২০-১১৯৯৫৭, কোর্ট পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) ০১৩২০-১১৯৯৭২, আরআই পুলিশ লাইন্স ০১৩২০-১২০০০৪, টিআই (প্রশাসন) ০১৩২০-১১৯৯৮৭, টিআই-(২) ০১৩২০-১১৯৯৮৮, পুলিশ কন্ট্রোল রুম ০১৩২০-১২০৬৯৮, হট লাইন মৌলভীবাজার পুলিশ-০১৩২০-১২০৬৯৯।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ জানান, পুলিশ হেড কোয়াটার থেকে জেলা পুলিশের জন্য নতুন নাম্বার দেয়া হয়েছে। নতুন নাম্বার গুলো গত ১ অক্টোবর থেকে চালু হয়েছে। পুরাতন নাম্বার গুলো বন্ধ হয়ে যাবে।  নতুন নাম্বার গুলো জনগনের কাছে পৌছার জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়াও তিনি মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহবায়ন করেন।

Post a Comment

Previous Post Next Post