রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মার্কিন পররাষ্ট্র দফতরের আহ্বান

রোহিঙ্গা

 

অনলাইন ডেস্কঃ রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

বুধবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বক্তব্যে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ‘ডেভিড হেইল মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নভেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি আমেরিকান সমর্থন পুনর্ব্যক্ত করতে মিয়ানমানের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে আলোচনা করেন।

তিনি মিয়ানমান সরকারকে দেশব্যাপী সংঘাত অবসান এবং রোহিঙ্গা ও আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্য শরণার্থীদের স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তন বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।’

Post a Comment

Previous Post Next Post