কমলগঞ্জে অবৈধ বালু জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড


কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পাচারের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, অবৈধভাবে বালু পাচারের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় ১০০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে জমির মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিক জব্দকৃত বালু ১ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী অবৈধভাবে বালু জব্দ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post