বড়লেখায় ৩ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান



 

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়নের এম মন্তাজিম আলী কলেজের তিন মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে রোটারি ক্লাব অব তুরাগ উত্তরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিন শিক্ষার্থীর হাতে একাদশ শ্রেণীর (উচ্চ মাধ্যমিক পর্যন্ত) যাবতীয় শিক্ষার ব্যয়ভার তুলে দেওয়া হয়।

এসময় কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, রোটারি ক্লাব অব তুরাগ উত্তরার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মতিউর রহমান, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, রোটারিয়ান নাজমা বেগম, কলেজের প্রভাষক মাসুদ রানা, ইউপি সদস্য আব্দুস সামাদ, সাবেক ইউপি সদস্য ফারুক উদ্দিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post