বিশেষ প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানের শ্রমিকদের মাঝে এককালীন অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন আর্থিক অনুদান প্রতি জনকে পাচঁ হাজার টাকা করে মোট ২৪২৯ জনকে মোট এক কোটি একুশ লক্ষ পয়তাল্লিস হাজার টাকা বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও ইউপি চেয়ারম্যান, চা বাগানের জি এমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।