
স্টাফ রিপোর্টার: ছাগল চুরির সময় নোহা গাড়িসহ ৪ ছাগল চোরকে জনতা আটক করে পুলিশের কাছে সোপোর্দ করে।
রোববার ১৩ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনাটি ঘটে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের ৪নং ওয়াড পদুনাপুর গ্রামে। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, দূপুরে একটি নোহা গাড়ির মধ্যে রাস্তা থেকে ছাগল তুলতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থে পৌচ্ছে তাদেরকে থানায় নিয়ে আসেন। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।