
স্টাফ রিপোর্টার: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মহসিন আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন,পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচী পালিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার দূপুর সাড়ে ১২ টায় সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পরিবারে সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের লীগ নেতা ও মরহুমের ছোট ভাই সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, মরহুমের মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন, সৈয়দা জেরিন আক্তারসহ অনেকে।
পরে তার রুহের মাগফিরাত কামনা করে কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ করেন তার অনুসারীরা।
এ বছর মৌলভীবাজার শহরের বেরীপাড়স্থ দর্জীমহলের বাড়িতে কোভিড-১৯ এর কারনে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সকল কর্মসূচী পালিত হয়েছে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে। তাছাড়া ১৫ সেপ্টেম্বর তাঁর কর্মময় জীবন নিয়ে র্ভাচুয়াল আলোচনা হবে। সেখানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিষয়টি জানিয়েছেন তাঁর মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
উল্লেখ্য সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।