
অনলাইন ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনার কারণে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তে আগামী গ্রীষ্মের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
বুধবার (২৬ আগস্ট) ফোরামের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোরামের জনসংযোগ ব্যবস্থাপনা পরিচালক আদ্রিয়ান মঙ্ক জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে আলপাইন স্কি রিসোর্টে ফোরামের বৈঠক হওয়ার কথা ছিল। তবে এই বৈঠক নির্ধারিত সময়ের পরিবর্তে আগামী গ্রীষ্মের প্রথম দিকে অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে মঙ্ক বলেছেন, কোভিড-১৯ পরবর্তীকালে যখন ‘মহা পুর্নগঠনের’ রুপায়ন এবং পুনরুদ্ধারের সাধারণ পথ পরিকল্পনার জন্য বৈশ্বিক নেতাদের একত্রিত হওয়া প্রয়োজন তখন সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না।
তিনি আরও বলেন, ‘যাহোক, বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে আমরা জানুয়ারিতে নিরাপদে এটি করতে পারছি না।’
উল্লেখ্য, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে জেনেভাভিত্তিক অলাভজনক সংস্থা। প্রতি বছর দাভোসে বিশ্বনেতা, করপোরেট দুনিয়ার প্রধান নির্বাহী, খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় সংস্থার এই বৈঠকে। গত ২১ জানুয়ারি বৈঠকে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন ল্যাগার্দ ও জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ।