কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা যুবলীগ।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে নয়টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সদস্য আবুল কালামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহিরুল আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
বক্তব্য রাখেন- যুবলীগ সদস্য মইনুল খান, মোস্তাফিজুর রহমান, পতনউষার যুবলীগের সভাপতি জিল্লুল বশর, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ছাত্র নেতা শাহীন আহমদ, আলাল মিয়া প্রমুখ।