নিউজ ডেস্কঃ কুলাউড়ায় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারে ৯৭৯ তম ডিনার মিটিং ২০২০ইং অনুষ্ঠিত হয়।
৯ই
আগষ্ট রবিবার বিকেল ৫ ঘটিকায় স্থানীয় একটি রেষ্টূরেন্টে ক্লাব সভাপতি
শফিউল আলম সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাইফ
মেম্বার এপেক্সিয়ান এফ এম ফোজি চৌধুরী।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি এপেঃ
শহিদুল ইসলাম তনয়, শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সিনিয়র সহ
সভাপতি সুহেল আহমেদ, জুনিয়র সহ সভাপতি আব্দুল বাচিত জাহাঙ্গীর, এপেঃ
নাজমুল বারী সোহেল, এপেঃ প্রশান্ত দেব নাথ, এপেঃ আশিষ আচার্য্য অপু, এপেঃ
পান্না লাল দেবনাথ, এপেঃ রামিম আহমেদ রাসেল প্রমুখ।
উল্লেখ্য ৪০ তম পালা
বদল অনুষ্ঠান সফল করার লক্ষে বক্তারা আলোচনা করেন এবং অনুষ্ঠানের বিভিন্ন
বিষয় নিয়ে প্রধান অতিথি ও সভাপতির সিদ্ধান্ত মোতাবেক ৪০ তম পালাবদলের তারিখ
ঠিক করা হয়।