পানিসম্পদ প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত, সিএমএইচে ভর্তি


অনলাইন ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ প্রতিমন্ত্রীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ আহমেদ বলেন, ‘যতদূর শুনেছি, স্যার পুরোপুরি সুস্থ রয়েছেন। কয়েকদিন আগে জাতীয় সংসদের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে স্যার সিএমএইচে ভর্তি আছেন। তিনি সেখানে কোয়ারেন্টিন করছেন।’

বুধবার (১ জুলাই) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক হাসপাতালে ভর্তি হন বলে জানান জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

Post a Comment

Previous Post Next Post