জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


জুড়ী প্রতিনিধি: মরণঘাতী মহামারির নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার না করায় জুড়ীতে ১৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮ জুলাই, মঙ্গলবার জুড়ী শহরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম। এসময় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, মাস্ক ব্যবহার না করায় এই ১৩ জনকে ৯ হাজার ৩শত টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়েছে। পাশাপশি মাস্ক না থাকায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post