বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলায় গণপরিবহণে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার চাতলগাও এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
এসময় অভিযানে প্রায় ১০ টি গণপরিবহণ থামিয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় ও মাস্ক না পড়ায় ১৮ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করেন তিনি।
অভিযানে সাথে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ও কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।