করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ৯৯ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন অজানা এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (২৬ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯ লাখ ১৩ হাজার ২৩২ জন। এছাড়া সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৮৯১ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৪৪৫ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ লাখ ১৫ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৬১ হাজার ৬৯২ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৪৯৬ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৮০ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৩ লাখ ৮৫ হাজার ৪৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ২৩৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৬ হাজার ৭২০ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৯২ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২২ হাজার ৯০ জন।

Post a Comment

Previous Post Next Post