করোনা ঠেকাতে জিম্বাবুয়েতে কারফিউ ঘোষণা


অনলাইন ডেস্কঃ করোনা ঠেকাতে জিম্বাবুয়েতে সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির রাষ্ট্রপ্রধান এ ঘোষণা দেন।

তিনি বলেছেন, বুধবার থেকে কার্যকর হবে এই কারফিউ। এটি তত্ত্বাবধান করবে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জরুরি সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

নানগাগওয়া বলেছেন, সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে কোনও ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। কেউ শর্ত ভাঙলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয় এমন কর্মকাণ্ড করলে গুরুতর শাস্তি পেতে হবে।

এই ঘোষণা এলো জিম্বাবুয়ে পুলিশের হাতে সোমবার এক প্রখ্যাত সাংবাদিক ও বিরোধী দলের নেতা গ্রেপ্তার হওয়ার পর। তাদের বিরুদ্ধে জনগণকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

জিম্বাবুয়েতে এ পর্যন্ত ১ হাজার ৭০০ বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ জন।

Post a Comment

Previous Post Next Post