কুলাউড়ায় নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১২ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের বাড়ী কুলাউড়া উপজেলার বরমচালের নন্দগ্রাম ও কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে। আক্রান্ত ১২ জন দুটি পরিবারের সদস্য। পজেটিভ সকলের স্যাম্পল ২ জুন গ্রহন করা হয়েছিলো। 

বুধবার (১১ জুন) রাতে তাদের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক ১২ জনের রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post