কুলাউড়ায় আরও একজন করোনায় আক্রান্ত


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১ জন পুরুষ নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০৫ জুন) রাতে তাঁর করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

নুতন করে করোনায় আক্রান্ত একজন কুলাউড়া উপজেলার পৌরসভার মাগুরা এলাকার (৫৫) বাসিন্দা। তিনি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী বলে জানা গেছে।

এছাড়া আজ রাত ৮টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের এক সদস্য (৩৫), কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার মিলি প্লাজার এক ব্যবসায়ী (৪৫) ও অপরজন জয়চন্ডী ইউনিয়নের মিরশংকর এলাকার (৫৫) সহ আরও তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এনিয়ে ৫ জুন কুলাউড়ায় মোট ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসেছে।

তাঁদের ৪ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post