উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন


কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনামুক্ত হয়েছেন। তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুস শহীদের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বুধবার (২৪ জুন) এ তথ্য জানান৷

এর আগে গত ১৬ জুন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলে তাকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ জুন তিনি স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত হন।

আহাদ মো. সাঈদ বলেন, স্যার সুস্থ আছেন, স্যারের করোনা ভাইরাসের প্রথম ফলোআপ রিপোর্টটি নেগেটিভ এসেছে।

Post a Comment

Previous Post Next Post