জুনেই আন্তর্জাতিক রুটে চলবে উড়োজাহাজ


অনলাইন ডেস্কঃ অবশেষে চলতি মাসেই চালু হচ্ছে আন্তর্জাতিক রুটে ফ্লাইট। জুনের তৃতীয় সপ্তাহ থেকে লন্ডন ও কাতার রুটে উড়োহাজাজ চলাচল শুরু করবে। সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মো. মহিবুল হক জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রথমে লন্ডনের রুটে চলবে উড়োজাহাজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে সেই সময়টা আমরা পরে জানিয়ে দেব।’

তবে ফ্লাইট চালানোর ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর শর্ত জুড়ে দেয়া হচ্ছে। শর্ত ভঙ্গ করলে ফ্লাইট বাতিল করা হবে। ফ্লাইট চালানোর সময় যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের আসন বণ্টন করবে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ভাড়াও বাড়বে। লন্ডন ও কাতার রুটে প্রথম ফ্লাইট চলবে। এরপর সব রুট খুলে দেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post