বিয়ানীবাজারে চালের ড্রামে শিশুর লাশ; আটক ২


মিসবাহ উদ্দিন: বিয়ানীবাজারে আপন চাচীর ঘরের চালের ড্রাম থেকে ৩ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু উত্তর আকাখাজানা গ্রামের খছরু মিয়ার ছেলে। ওই শিশু রোববার সকাল ৬টা থেকে নিখোঁজ ছিল। পরে এদিন বিকালে খছরু মিয়ার ছোটভাই রুনু মিয়ার স্ত্রী সুমা বেগমের ঘরের চালের ড্রাম থেকে ওই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ওসি অবনী শংকর করসহ বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে আসছে। এসময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সুমা বেগম (৪২) ও নাহিদ আহমদ (২৩)। তারা দুজনের সম্পর্কে ভাবি-দেবর।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, ‘পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

Post a Comment

Previous Post Next Post