হিফজুর রহমান তুহিন: দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত কমলগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯ টি ইউনিয়নের মোট ৪৩৩ টি মসজিদে আর্থিক অনুদান বিতরণ অনুষ্টিত হয়।
আজ শনিবার (৬জুন) বিকালে ৩ ঘটিকায় উপজেলা সদরে জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হল রুমে উপজেলার ৪৩৩ টি মসজিদে ২১ লক্ষ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস আক্তার, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমেদ, বি আর ডি বি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদে বুলবুল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ ।