জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী’র ইন্তেকাল


নিউজ ডেস্কঃ দেশের জনপ্রিয় ও স্বনামধন্য ইসলামী বক্তা কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন।

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর (বীরশ্রেষ্ঠ মতিউর নগর) গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ভৈরবে সুদীর্ঘকাল যাবৎ বসবাস করায় তিনি তোফাজ্জল হোসেন ভৈরবী নামে খ্যাত হন।

মরহুম হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী’র ছোট ভাই মাসুম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুর খবরে তাঁর ভক্ত ও গুণগ্রাহীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment

Previous Post Next Post