বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজন বিশ্বাস নামের এক যুবকের। সে অলটাইম কোম্পানিতে সেলস ম্যান হিসেবে কর্মরত ছিল।
মঙ্গলবার ৯ জুন রাতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে মাটিতে ঝুলে পড়লে তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক। মৃত্যুর পর রাজনের শরির থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সে গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ নিয়ে দায়িত্ব পালন করে আসছিল। সে কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর এলাকার প্রফুল্ল বিশ্বাসের ছেলে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
মৌলভীবাজার জেলায় মোট ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন, এই নিয়ে করোনা উপসর্গ নিয়ে মৃতু হয়েছে ১৭ জনের।