মহামারি থেকে বাঁচতে প্রকৃতি ধ্বংস বন্ধ করুন


অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারি থেকে পরিত্রাণ পেতে প্রকৃতি ধ্বংস বন্ধ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্যাগ করার আহবান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খবর দ্যা গার্ডিয়ান’র। 

জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এর কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাসের মতো মহামারি মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল। কারণ এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন। বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে ক্রমবর্ধমান হারে যেসব রোগ সৃষ্টি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে বন্য প্রাণীর অবৈধ ও অস্থিতিশীল বাণিজ্য এবং বনভূমি ও অন্যান্য বন্য এলাকা উজাড় করার মতো বিষয়গুলো।

গত বুধবার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’র এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন নতুন রোগ দেখা দেওয়ার ঝুঁকি অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি। নতুন ধরণের রোগগুলো বন্য প্রাণী থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে।

Post a Comment

Previous Post Next Post