সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যােগে দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও লাইলাক কমিউনিকেশনের চেয়ারম্যান লেখিকা সেলিনা চৌধুরীর সদ্য প্রয়াত শাশুড়ী ফিরুজা রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। সীমান্তের ডাকের উদ্যােগে বুধবার বিকেলে দোয়া এবং শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট লেখিকা সেলিনা চৌধুরীর শাশুড়ী সদ্য প্রয়াত ফিরুজা রহমানের রূহের মাগফেরাত কামনায় আছরের নামাজ শেষে পৌর শহরের উত্তর বাজার জামে মসজিদ ও দক্ষিণ বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন সীমান্তের ডাকের চীফ রিপোর্টার মোক্তাদির হোসেন, বার্তা সম্পাদক এস আলম সুমন, স্টাফ রিপোর্টার শাকির আহমদ, নাজমুল বারী সোহেল ও এনামুল আলম।
উল্লেখ্য, সেলিনা চৌধুরীর শাশুড়ী সদ্য প্রয়াত ফিরুজা রহমানে ১ জুন সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকাস্থ মিরপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

Post a Comment

Previous Post Next Post