জুড়ী প্রতিনিধিঃ বর্তমান সময়ে মরণঘাতী মহামারির নোভেল করোনা ভাইরাসে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার একজন স্বাস্থ্যকর্মীর (৩০) করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে তার শরীরে কোন উপসর্গ নেই।
বুধবার (৩ জুন) আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ী জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা এবং তিনি জালালপুর গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকেরকমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)হিসেবে কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে জানা যায়, গত ৩০ মে এ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয়। গত কাল বুধবার (৩জুন) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ জানা যায়।