বিহঙ্গ বাসের চাপায় রাজধানীতে দুইজন নিহত


অনলাইন ডেস্কঃ রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসটি জব্দ করে চালককে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।
আহত ব্যক্তির নাম জাকির। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাকসুদুর রহমান (৪৫), তার বাবার নাম আসাদুর রহমান।
আরেকজনের নাম বেলায়েত(৫২), তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

Post a Comment

Previous Post Next Post