বড়লেখায় বিজিবির হাতে ফের ভারতীয় মহিষ আটক


নিউজ ডেস্কঃ বড়লেখায় ভারতীয় মহিষ চোরাচালান যেন থামছে না। আবারো সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৭ টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে বিজিবি।
২৭ জুন শনিবার দুপরে উপজেলার জফরপুর এলাকা থেকে বোবারথল বিজিবি মহিষগুলো আটক করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। বিকেলে বিজিবি বোবারথল ক্যাম্পে মহিষগুলোর নিলাম আয়োজন করেছে জুড়ী কাস্টমস। এর আগে ২৫ জুন ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছিল বিজিবি।
জানা গেছে, সীমান্ত চোরাকারবারীরা বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ মহিষের একটি চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে, এমন খবরে শনিবার সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল বিওপির টহল কমান্ডার সুবেদার নায়েক মো. সোলাইমান আলীর নেতৃত্বে বিজিবি উপজেলার জফরপুর এলাকায় অবস্থান নেয়। দুপুরে চোরাকারবারিরা ৭টি ভারতীয় মহিষ নিয়ে যাওয়ার সময় বিজিবি মহিষগুলো আটক করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, আটককৃত মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। বিকেলে কাস্টমস কর্মকর্তারা এগুলোর নিলামের আয়োজন করেন।

Post a Comment

Previous Post Next Post