স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৫ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও তার পরিবারের একজন, কুলাউড়া বাজারের একজন ব্যবসায়ী রয়েছেন। তাদের বাড়ী কুলাউড়া পৌর শহর ও সদর ইউনিয়নে অবস্থিত। পজেটিভ সকলের স্যাম্পল ৫ জুন গ্রহন করা হয়েছিলো।
শনিবার (১৩ জুন) বিকেলে তাদের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক ৫ জনের রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বাড়ী লকডাউনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।