কুলাউড়ায় এবার এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় এবার এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় ৭জন করোনায় আক্রান্ত হলো। আক্রান্ত স্বাস্থ্যকর্মী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সিএইচসিপি)।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে তার বাসা লকডাউন করা হয়েছে।

আক্রান্ত স্বাস্থ্যকর্মী কুলাউড়া শহরের বাসিন্দা (৩৩)।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। পরে সিলেট থেকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় সোমবার (৪ মে) করোনা পরীক্ষা করার পর মঙ্গলবার (৫ মে) তার রিপোর্ট পজিটিভ আসে।

কুলাউড়া উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. নুরুল হক জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বর্তমানে ভালো আছেন। আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে তার বাসায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে।

উল্লেখ্য, এর আগে কুলাউড়ায় পুলিশ সহ ৬ জন আক্রান্ত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post