স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া পৌর শহরের বিভিন্ন স্থানে সিএনজি, রিকশা চালক, অসহায়, দুস্ত ও
সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করেছে এসএসসি ২০০২ ব্যাচের কুলাউড়ার
বন্ধুরা।
কুলাউড়ার বিভিন্ন স্কুলের এসএসসি ০২ ব্যাচের বন্ধুরা শনিবার (২৩ মে) এ ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইফতার খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন ব্যচের বন্ধুদের মধ্যে সিপিএ কুলাউড়ার সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, ব্যাংকার রুজেল আহমেদ, আমিন সওগাত রুবেল, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সাংবাদিক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী আহসান হোসেন আল নাহিয়ান, জালাল আহমেদ, জহীরুল ইসরাম, নুরুল হুদা, প্রবাসী খন্দকার খালেদ, রুয়েল, ইমন প্রমুখ।
কুলাউড়ার বিভিন্ন স্কুলের এসএসসি ০২ ব্যাচের বন্ধুরা শনিবার (২৩ মে) এ ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইফতার খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন ব্যচের বন্ধুদের মধ্যে সিপিএ কুলাউড়ার সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, ব্যাংকার রুজেল আহমেদ, আমিন সওগাত রুবেল, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সাংবাদিক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী আহসান হোসেন আল নাহিয়ান, জালাল আহমেদ, জহীরুল ইসরাম, নুরুল হুদা, প্রবাসী খন্দকার খালেদ, রুয়েল, ইমন প্রমুখ।
উল্লেখ্য
ব্যাচের সকল বন্ধুদের আর্থিক সহযোগিতায় দেড় শতাধিক মানুষের মাঝে ইফতার
খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় এবং ঈদের দিন ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে
অসহায়দের নগদ অর্থ বিতরন করা হবে। মানবিক দিক বিবেচনায় মানুষের সেবায়
নিজেদের নিয়োজিত রাখাই পরম পাওয়া বলে জানান ব্যাচের বন্ধুরা। তবে শুধু রমজানেই নয়, সারাবছর নিজ নিজ জায়গা থেকে মানুষের জন্য এগিয়ে আসবে সবাই এমন প্রত্যাশা তাদের।