জুড়ী প্রতিনিধি: বর্তমান বিশ্বে চলমান মরণঘাতী মহামারির নোভেল করোনা ভাইরাস হতে মুক্তি পায়নি বাংলাদেশও। এই হিসাবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ০৪, মে সোমবার করোনাভাইরাসের সংগৃহিত নমুনার ফলাফলে নতুন আরও একজন যুবক (২০) (কোভিড-১৯) আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
সোমবার (৪ মে) রাতে তাঁর নমুনার ফলাফল জানা যায়। সোমবার রাতেই এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃসমরজিৎ সিংহ।
সোমবার (৪ মে) রাতে তাঁর নমুনার ফলাফল জানা যায়। সোমবার রাতেই এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃসমরজিৎ সিংহ।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত যুবক (২০)একটি ওষুধের দোকানে কাজ করতেন। শরীরে কোন উপসর্গ না থাকলেও তিনি গত ২৯ এপ্রিল স্বেচ্ছায় নমুনা দেন। সোমবার (৪ মে) রাতে তাঁর ফলাফল পজেটিভ আসে। জুড়ী উপজেলায় এ নিয়ে তিনজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত ১ মে (শুক্রবার) জুড়ী থানার দু’জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। তবে তাঁদের শরীরেও কোন উপসর্গ ছিলনা।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)ডাঃ সমরজিৎ সিংহ জানান, রাতেই আক্রান্ত যুবকের বাড়ী লকডাউন করা হয়েছে। কোন উপসর্গ না থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ (অনিক) জানান, ৪ মে পর্যন্ত জুড়ী থেকে সংগ্রহ করা ৯৪ জনের নমুনার মধ্যে ৪৫ জনের ফলাফল এসেছে। এরমধ্যে পজেটিভ এসেছে ৩ জনের এবং নেগেটিভ এসেছে ৪২ জনের। বাকি ৪৯ জনের ফলাফল অপেক্ষমাণ জুড়ী উপজেলা বাসী।