দুস্থ মানুষের পাশে প্রবাসী পল্লী গ্রুপ


বিশেষ প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা, কামাল বাজারসহ শহরের বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন জেলায় অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী পল্লী গ্রুপ।

এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান দেওয়া হয় গ্রুপটির পক্ষ থেকে।

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে সারা দেশেই নিম্ন আয়ের মানুষরা আর্থিক সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী পল্লী গ্রুপ সারাদেশেই তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম গ্রুপ প্রবাসী পল্লী  প্রবাসী ও স্বদেশীদের জন্য কাজ করছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের সকল সঙ্কটময় মুহূর্তে প্রবাসী পল্লী গ্রুপ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

Post a Comment

Previous Post Next Post