একাডেমি কাপ-২০২০ চ্যাম্পিয়ন কুলাউড়া ক্রিকেট একাডেমী


স্পোর্টস ডেস্কঃ ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমীর উদ্যোগে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক, একাডেমীর পরিচালক দক্ষিন আফ্রিকা প্রবাসী মিনার চৌধুরীর পৃষ্ট পোষকতায় একাডেমি কাপ-২০২০ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জুড়ী ক্রিকেট একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে কুলাউড়া ক্রিকেট একাডেমী।

মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার মোট ৬টি ক্রিকেট একাডেমী দলের অংশগ্রহণে গত ১ মার্চ আছুরীঘাট ক্রীকেট পার্ক মিটুপুর মাঠে এই টুনামেন্টের সূচনা হয়েছিলো ।

১১মার্চ বুধবার টুনামেন্টের ৩৫ অভারের ফাইনাল ম্যচে প্রথমে ব্যাট করতে নেমে কুলাউড়া ক্রিকেট একাডেমী ৩০ অভারে ১৭৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রায়হান ৪৮ ও তানিম ২১ রান করেন। জুড়ী ক্রিকেট একাডেমীর শাহিন ৫ উইকেট লাভ করেন।

১৭৪ রান তাড়া করতে নেমে জুড়ী ক্রিকেট একাডেমী ৩২ অভারে ১৫১ রানে অলআউট হয়। দলের পক্ষে শাহিন সর্বোচ্চ ৪৪ রান করেন। কুলাউড়া ক্রিকেট একাডেমীর শাহরুখ ও রিপন ৩ টি করে উইকেট লাভ করেন। 


খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া একাডেমীর প্রশিক্ষক ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাফি আহমেদ তানিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, ক্রীড়ানুরাগী ইমরান আহমেদ, প্রবাসী কমিউনিটি নেতা মুহিতুর রহমান রাজু, , মাসুদ হোসেন, রবিউল আউয়াল মিন্টু, ডেইলি বিডি মেইলের সম্পাদক ও প্রকাশক এ কে এম জাবের, ক্রীড়ানুরাগী শেখ মোহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ কাওছার হোসেইন, শাওন, ফরহাদ, জুবায়ের প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post