আজ বঙ্গবন্ধুর শততম জন্মদিন: মুজিব বর্ষের শুরু


নিউজ ডেস্কঃ আজ ১৭ মার্চ, মঙ্গলবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকেই শুরু হচ্ছে বহু আলোচিত মুজিববর্ষ। আজ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।

দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুভূতি ব্যক্ত করবেন শেখ রেহানা। শেখ হাসিনা আবৃত্তি করবেন শেখ রেহানার লেখা কবিতা, যাতে ফুটে উঠেছে বাবা হারা কন্যার আকুতি।

এদিন প্রচারিত হবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের ভাষণ। থাকবে ভারত, নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর ভাষণ, জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের ভাষণ। এরপরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে পিক্সেল ম্যাপিং, সেখানে থাজবে লেজার শো।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজির আয়োজন করবে দুই সিটি করপোরেশন। এর আগে বিকাল ৫টায় গণভবনে স্মারক ডাকটিকিট ও স্যুভেনির উন্মোচন করবেন শেখ হাসিনা। বাজবে মুজিববর্ষের থিম সং, যাতে কণ্ঠ দিয়েছেন শেখ রেহানা।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়।

‘‘যতদিন রবে পদ্মা-যমুনা
গৌরী-মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।’’

Post a Comment

Previous Post Next Post