করোনা ইস্যু: 'আর হালকাভাবে দেখার সুযোগ নেই'


অনলাইন ডেস্কঃ ইতালিসহ বিদেশফেরত সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালন করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর।
আজ রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, "ইতালিসহ দেশের বাইরে থেকে যারা আসছেন তারা সবাই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠিনভাবে পালন করবেন, এটাকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই।'

তিনি বলেন, ইতালিফেরত যাদের এলাকায় পাঠানো হয়েছে তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই পাঠানো হয়েছে। এর পর যারা আসবেন প্রত্যেককে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং করোনার উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এর পর কেউ না মানলে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।  

দেশে এখন ২৩১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যাদের কোয়ারেন্টিন পালন করতে বলা হয়েছে তাদের মধ্যে কেউ যদি না পালন করে তাহলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধ্য করা হবে।

আইইডিসিআর পরিচালক জানান, বাংলাদেশে শনিবারের দুই জনসহ পাঁচজন করনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন; তাদের অবস্থা ভালো আছে। আগের তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। 

Post a Comment

Previous Post Next Post