১৪ দিন ‘গৃহবন্দি’ থাকতে হবে ডি কক, ডু প্লেসিদের


স্পোর্টস ডেস্কঃ সিরিজের মাঝপথে ভারত সফর স্থগিত হয়ে গেলেও দেশে ফিরতে পাঁচদিন লেগে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। বুধবার ভারত থেকে দেশে ফিরেছেন ডি ককরা। জোহানেসবার্গ বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।

কিন্তু করোনা আতঙ্কে সংবাদ সম্মেলন বাতিল করে দলের সবাইকে সরাসরি কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়া হয়েছে। অন্তত ১৪ দিন ‘গৃহবন্দি’ থাকতে হবে ডি কক, ডু প্লেসিদের। করোনার বিস্তার ঠেকাতে স্বেচ্ছা আইসোলেশনের সময় পরিবারের সদস্যদের কাছ থেকেও আলাদা থাকার নির্দেশনা দেয়া হয়েছে তাদের।

১০ দিনের ভারত সফরে কোনো ক্রিকেটই খেলা হয়নি প্রোটিয়াদের। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সিরিজই বাতিল হয়ে যায়। এ সময় দিল্লি, ধর্মশালা, লখনৌ, কলকাতা ও দুবাই ভ্রমণ করায় খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

Post a Comment

Previous Post Next Post