শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলায় হারুণের মৃত্যুদণ্ড


অনলাইন ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হারুণ অর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যল-১ এর বিচারক কাজী আবদুল হান্নান এই রায় ঘোষণা করেন।

গত বছরের ৫ই জুলাই সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। সন্ধ্যায় নবনির্মিত একটি ভবনের নবম তলার খালি ফ্ল্যাটে সায়মাকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবার। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

পরদিন সায়মার বাবা আব্দুস সালাম ওয়ারী থানায় মামলা করেন। ময়নাতদন্তে সায়মার শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে একমাত্র আসামি হারুন আর রশিদকে ঘটনার দুদিন পর গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসের ডাবরডাঙ্গা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিও দিয়েছিল হারুণ।

Post a Comment

Previous Post Next Post