কুলাউড়ায় মুজিব শতবর্ষ উদযাপন


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, কুলাউড়া সরকারী কলেজ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ মুজিব বর্ষ উদযাপন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্য দিয়ে মুজিববর্ষের কর্মসুচীর উদ্বোধন করা হয়।

প্রতিকৃতিতে মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন কুলাউড়া উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার নুরুল হক, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এটি এম মান্নান, এমপি’র বিশেষ সহকারী সোহেল আহমদ।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পুস্পার্ঘ অর্পন শেষে কমপ্লেক্স প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু’র জম্মদিনের কেক কাটেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।

এসময় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সঞ্চালনায় মুজিববর্ষের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার নুরুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল দে।
 

এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্ধকৃত ঢেউ টিন ও সোলার বিতরন করা হয়।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূূূূমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামছ আরেফিন, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, ইউআরসি ইন্সট্রাকটার আফসানা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।

কুলাউড়ায় শিশু একাডেমী‌তে শেখ রা‌সেল চত্বর উ‌দ্বোধন:
কুলাউড়া উপজেলা শিশু একাডেমীর উদ্দোগে শিশু একাডেমী কার্যালয়ে বেলা সাড়ে ১১ টায় ‘শেখ রাসেল চত্তর’ এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ আব্দুল মতলিব, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার। এছাড়া মুজিববর্ষের উপর শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

কুলাউড়া সরকারী কলেজ:

কুলাউড়া সরকারী কলেজে দপুর ১২ টায় বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও কেক কর্ত্তন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ আব্দুল মতলিবসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কলেজ ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আল জেবু ও সম্পাদক আনোয়ার হোসেন বখশ প্রমুখ।

কুলাউড়া বালিকা স্কুল:
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বঙ্গবন্ধু কর্ণার, অপরাজিতা কর্নার, জয় বাংলা দেয়ালিকার ও কেক কর্ত্তন করেন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post